Skip to content

“ভাত” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন

  • by
/18

উচ্চমাধ্যমিকের “ভাত” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Fill Your Name & e-Mail Before Start The Test.

1 / 18

1) “ মাছ খাওয়া বুঝি ঘুচে যায়।” – এখানে কার কথা বলা হয়েছে ?

2 / 18

2) “ বাদা থেকে চাল আসছে” – ‘বাদা’ কী ?

3 / 18

3) “বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।” বড়ো বউয়ের কি ভালো লাগেনি ?

4 / 18

4) “ডাক্তারকে কল দিন।” – একথা কে বলেছিল ?

5 / 18

5) “বড়ো বউ ভাবতে চেষ্টা করে” – কী ভাবতে চেষ্টা করে ?

6 / 18

6) রেধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানো –

7 / 18

7) “লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।” কারণ –

8 / 18

8) “কেনা চাল নয়” – বড়ো বাড়িতে চাল আসে কোথা থেকে ?

9 / 18

9) মন্দিরের চাতালে তাস পেটে

10 / 18

10) উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল ?

11 / 18

11) “উচ্ছবদের সংসার মাটিতে লুটোপুটি গেল।”

12 / 18

12) বাড়ির বড়ো বউ শ্বশুরমশায়কে কী বলে মনে করে ?

13 / 18

13) “ভাত খেলে সে মানুষ হবে।” – একথা কার সম্পর্কে বলা হয়েছে ?

14 / 18

14) মেজো আর ছোটোর জন্য বারোমাস কোন চাল রান্না হয় ?

15 / 18

15) “উচ্ছব বলে চলেছিল” – উৎসব কী বলে চলেছিল ?

16 / 18

16) “সেই হতেই তো উচ্ছবের আধ-পেটা সিকি-পেটা উপোসের শুরু।” – কখন থেকে উৎসবের উপোসের শুরু ?

17 / 18

17) “তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা।” – এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে ?

18 / 18

18) “ছেলে-মেয়েকে জাপ্তে-সাপটে ধরে বউ কাঁপছিল” কারণ –

Your score is

0%

You cannot copy content of this page