/18 উচ্চমাধ্যমিকের “রূপনারানের কূলে” কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 18 কবি ‘আমৃত্যুর দুঃখের তপস্যা’ বলতে বুঝিয়েছেন পৃথিবীকে কর্তব্যকে কর্মকে জীবনকে 2 / 18 “সত্য যে কঠিন ,” – কবি একথা জানলেন আঘাতে ও বেদনায় চেতনাহীন হয়ে শুধু আঘাতে আঘাতে শুধু বেদনায় বেদনায় 3 / 18 ‘রূপনারানের কূলে’ কবিতাটি রচিত হয় – কলকাতায় কালিম্পঙে শান্তিনিকেতনে শিলাইদহে 4 / 18 ‘রূপনারানের কূলে’ কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ? ১২ সংখ্যক ৯ সংখ্যক ১১ সংখ্যক ১০ সংখ্যক 5 / 18 ‘রূপনারানের কূলে’ জেগে ওঠার অর্থ – অচৈতন্য থেকে চেতনা ফিরে পাওয়া জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা মোহভঙ্গ হওয়া ঘুম থেকে জেগে ওঠা 6 / 18 কবি আজীবন “দুঃখের তপস্যা” করেছেন– সত্যকে শ্রেষ্ঠ মূল্য দেওয়ার জন্য বিশ্বের দরবারে খ্যাতিলাভের জন্য শ্রেষ্ঠ কবি হওয়ার বাসনায় মানবসেবার জন্য 7 / 18 “চিনিলাম আপনারে” কথাটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন – তিনি পারিবারিক পরিচয় পেলেন তিনি আত্মপরিচয় পেলেন তিনি সামাজিক পরিচয় পেলেন তিনি বাহ্যিক পরিচয় পেলেন 8 / 18 “সত্যের দারুণ মূল্য লাভ” কারবেন– যে-কোনো মানুষ কবি স্বয়ং আত্মভোলা মানুষ মৃত্যুঞ্জয়ী বীর 9 / 18 “আমৃত্যুর দুঃখের _______________এ জীবন,”— শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। সুমুদ্র দেনা তপস্যা আধার 10 / 18 কবিতায় ‘রূপনারান’ নদীটি কীসের প্রতীক ? বিশ্বসংসারের বাসভূমির কল্পনার মৃত্যুর 11 / 18 ‘রূপনারানের কূলে’ কবিতাটি প্রথম লেখা হয়েছিল কয়টি ছত্রে ? – দশ তেরো নয় এগারো 12 / 18 ‘রূপনারানের কূলে’ জেগে উঠে কবি দেখলেন – সূর্য উঠে আলোর প্রকাশ ঘটেছে আকাশে মেঘ কেটে গেছে স্বপ্ন ও বাস্তবের পার্থক্য অনেক ঘুমের জগৎ আর বাস্তবের জগতের কোন পার্থক্য নেই 13 / 18 “সে কখনো করে না বঞ্চনা।” – ‘সে’ বলতে বোঝানো হয়েছে কঠিনকে জীবনকে সত্যকে মৃত্যুকে 14 / 18 “জেগে উঠিলাম ,” – কবির চেতনা কোথায় জাগরিত হল ? – রূপনারানের কূলে গঙ্গাহৃদি বঙ্গভূমির কোলে যমুনাতীরে সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলামের তীরে 15 / 18 ‘রূপনারানের কূলে’ কবিতাটি রচিত হয় – ২৬ বৈশাখ , ১৩৪৮ ২৯ বৈশাখ , ১৩৪৮ ৩০ বৈশাখ , ১৩৪৮ ২৮ বৈশাখ , ১৩৪৮ 16 / 18 “রক্তের অক্ষরে দেখিলাম” – কী দেখলেন আপনার রূপ আপনার বেদনা আপনার স্বপ্ন / আপনার জগৎ 17 / 18 শেষপর্যন্ত কবি আত্মস্বরূকে চিনলেন– বারংবার প্রিয়জনের বিচ্ছেদে বিচিত্র আঘত ও বেদনার তীব্র কশাঘাতে প্রাচ্য দর্শনের আস্তিকতায় উপনিষদের শিক্ষায় 18 / 18 “চিনিলাম আপনারে” – কবি কীভাবে নিজেকে চিনলেন ? সুখে-আনন্দে দুঃখে- শোকে বেদনায়-আঘাতে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় Your score is 0%