123456789101112131415161718 উচ্চমাধ্যমিকের “নানা রঙের দিন” নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 181) নাট্যাংশের শেষে “Life’s but walking shadow” – উক্তিটির মধ্য দিয়ে রজনীকান্ত বোঝাতে চেয়েছেন ? – a. একজন অভিনেতা হিসেবে তার জীবন এখন এক চলমান ছায়ায় পরিণত b. নাটক অভিনয় সেদিনের মতো সমাপ্ত c. তিনি আর কোনো অভিনয় করতে চান না d. অন্য একটি নাটক অভিনয়ের সুত্রপাত হতে চলেছে 2 / 182) ‘সাজাহান’ নাটকে ঔরঙ্গজীবের মহম্মদ সম্পর্কে আশঙ্কিত হওয়ার কারণ – a. মহম্মদ ঔরঙ্গজীব সম্পর্কে অবিশ্বাসী b. মহম্মদ হঠকারী c. মহম্মদ নাবালক d. মহম্মদ অত্যন্ত একগুঁয়ে 3 / 183) “আরে , গেল কোথায় লোকটা ?” – লোকটি হল – a. রামরতন b. রামধন c. রামতন্ময় d. রামব্রিজ 4 / 184) “গ্রিনরুমে ঘুমোই……” – কে ঘুমোন ? – a. রামব্রিজ b. রামচরন c. কালীনাথ সেন d. রজনীকান্ত চট্টোপাধ্যায় 5 / 185) রজনীকান্ত চুলে কলপ লাগান – a. প্রত্যহ দুই বার b. সপ্তাহে হাফ শিশি c. প্রত্যহ হাফ শিশি d. একবারও নয় 6 / 186) “কেন , আমিও তো মানুষ কালীনাথ।” – মানুষ হিসেবে বক্তা কী আশা করছিলেন ? – a. চোখের জল ফেলার জন্য তার কেউ থাকবে না b. তার অভিনয় মানুষের মনে রয়ে যাবে c. তার ঘরসংসার বউ-ছেলেমেয়ে নিয়ে সুখকর হবে d. থিয়েটারের সকলে তাকে ভালোবাসবে 7 / 187) রজনীকান্তের মতে , তার শিরায় প্রবাহিত হচ্ছে – a. সদবংশের পবিত্র রক্ত b. অভিনয়ের নেশা c. শিল্পের প্রতি শ্রদ্ধা d. প্রায়শ্চিত্ত করার আকাঙ্ক্ষা 8 / 188) “তাও আর বছর কয়েক পড়ে মানাবে না আমাকে” – কোন চরিত্রের ভূমিকায় মানাবে না ? – a. মোরাদ b. দিলদার c. ঔরঙ্গজীব d. সাজাহান 9 / 189) ‘জ্ঞানী ব্যক্তিরা’ রজনীকান্তকে কী বলেছেন ? – a. যতসব গাধার দল b. বাঃ বাঃ দারুণ ! কী ট্যালেন্ট c. ধুত্তোর নিকুচি করেছে তোর ট্যালেন্টের d. লোকগুলো সব গোল্লায় গেল 10 / 1810) “কেমন করে বোঝাব তোমাকে ?” – কী বোঝাবেন ? – a. সে কী আশ্চর্য বুড়ো b. সে কী আশ্চর্য ছেলে c. সে কী আশ্চর্য ঘটনা d. সে কী আশ্চর্য মেয়ে 11 / 1811) রজনীকান্তকে প্রেয়সী বিবাহের প্রস্তাবে কী জানিয়েছিল ? – a. তার বাবা বিবাহ দিতে ইচ্ছুক নয় b. বিবাহের আগে রজনীকান্তকে থিয়েটার ছাড়তে হবে c. রজনীকান্তকে অনেক বেশি রোজগার করতে হবে d. রজনীকান্তকে বিবাহ করতে সে প্রস্তুত নয় 12 / 1812) “Life’s but walking shadow , a poor player” – ‘নানা রঙের দিন’ নাটকের শেষ উদ্ধৃত সংলাপটি কোন নাটকের ? – a. কোনোটিই নয় b. ওথেলো c. জুলিয়াস সিজার d. ম্যাকবেথ 13 / 1813) “কাল রাতেও ঠিক একই ব্যাপার।” – ব্যাপারটা হল – a. মদ্যপান করে গ্রিনরুমে পড়ে থাকা b. দিলদার সেজে অভিনয় করা c. জ্বলন্ত মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকা d. কালীনাথকে বকা দেওয়া 14 / 1814) “তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।” মহম্মদের এই উক্তির মূলে অন্যতম কারণ হল ঔরঙ্গজেবের – a. পিতাকে সিংহাসনচ্যুত করা b. পিতাকে হত্যা করা c. রণলিপ্সা d. অবাধ লুণ্ঠনের আকাঙ্ক্ষা 15 / 1815) “সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন।” তিনি হলেন – a. রামব্রিজ b. রজনীকান্ত চাটুজ্জে c. রজনীকান্তের বন্ধু d. কালীনাথ সেন 16 / 1816) ‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স – a. ৭০ বছর b. ৫০ বছর c. ৬০ বছর d. ৬৮ বছর 17 / 1817) “একদিন একটা মেয়ে থিয়েটার দেখে” – রজনীকান্তের থিয়েটার দেখে মেয়েটির কী প্রতিক্রিয়া হয়েছিল ? – a. রজনীকান্তের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল b. রজনীকান্তকে অভিবাদন জানিয়ে গেল c. রজনীকান্তের প্রেমে পড়ল d. দর্শক আসনে চোখের জল ফেলল 18 / 1818) কালীনাথ রাতে গ্রিনরুমে কী করেছিলেন ? – a. সেই রাতটা গ্রিনরুমে থাকবে বলে এসেছিলেন b. তার ফেলে যাওয়া কিছু জিনিস নিয়ে যেতে এসেছিলেন c. রজনীবাবুকে খুঁজতে এসেছিলেন d. ইদানীং তিনি মালিকের অজ্ঞাতসারে গ্রিনরুমেই রাত কাটাতেন Your score is 0%