123456789101112131415161718 উচ্চমাধ্যমিকের “কে বাঁচায় কে বাঁচে” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 181) নিখিলের বিয়ে হয়েছে ? – a. পাঁচ বছর আগে b. আট বছর আগে c. সাত বছর আগে d. ছয় বছর আগে 2 / 182) নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায় ? – a. তিন b. পাঁচ c. চার d. দুই 3 / 183) “আমি না খেলে উনিও খাবেন না।” ‘উনি’ হলেন a. টুনু b. মৃত্যুঞ্জয় c. টুনুর মা d. নিখিল 4 / 184) মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন অঞ্চলে ? a. অভিজাত অঞ্চলে b. নিরিবিলি অঞ্চলে c. কোলাহলপূর্ণ অঞ্চলে d. বস্তি অঞ্চলে 5 / 185) “মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল।” – টাকাটা – a. নিখিলকে ঘুষ দেবে b. নিখিলকে ধার দেবে c. অফিসের সকলকে ভুরিভোজ করাবে d. রিলিফ ফান্ডে দেবে 6 / 186) “দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না।” – এখানে কোন আগুনের কথা বলা হয়েছে ? – a. দাবানল b. ক্ষুধার আগুন c. মঞ্চের আগুন d. চিতার আগুন 7 / 187) “নিখিল রোগা , তীক্ষ্ণবুদ্ধি এবং একটু……..” – a. ভিরু প্রকৃতির লোক b. চালাক প্রকৃতির লোক c. আলসে প্রকৃতির লোক d. সাহসী প্রকৃতির লোক 8 / 188) “নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না।” – নিখিল এমনটি ভাবে – a. মৃত্যুঞ্জয়ের উপরে সকলে যখন নির্ভরশীল হয় b. মৃত্যুঞ্জয় আপন শক্তিপ্রয়োগে যখন উদ্দ্যোগী হয় c. মৃত্যুঞ্জয়ের কাছে সে যখন কাবু হয়ে পড়ে d. সকলে যখন মৃত্যুঞ্জয়ের প্রশংসা করে 9 / 189) মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে – a. ছোটো ভাই b. চাকর c. চাকর ও ছোটো ভাই d. সে নিজে 10 / 1810) নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল ? – a. চার টাকা b. তিন টাকা c. পাঁচ টাকা d. ছয় টাকা 11 / 1811) “কিন্তু সেটা হয় অনিয়ম।” – কোন বিষয়কে অনিয়ম বলা হয়েছে ? – a. রুঢ় বাস্তব নিয়মকে উলটে মধুর আধ্যাত্মিক নীতি করা b. সত্যের অপলাপ ঘটিয়ে মিথ্যেকে মেনে নেওয়া c. রুঢ় বাস্তব নিয়মকে অগ্রাহ্য করে তাকে সুন্দর বলা d. রুঢ় বাস্তব নিয়মকে অগ্রাহ্য করে মানুষের সহযোগী নীতি করা 12 / 1812) অফিসে মৃত্যুঞ্জয় আর নিখিলের মাইনে কি সমান ? – a. নিখিল বছরে পঞ্চাশ টাকা বেশি পায় b. মৃত্যুঞ্জয় ও নিখিলের মাইনে সমান c. মৃত্যুঞ্জয়ের কুড়ি টাকা বেশি d. নিখিলের পঞ্চাশ টাকা বেশি 13 / 1813) “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।” কারণ – a. অফিসের কাজের চাপ প্রবল b. প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল c. প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল d. বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল 14 / 1814) গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়েছিল ? – a. ঘরের দেয়ালের দিকে b. জানলার ফাঁক দিয়ে আকাশের দিকে c. জানলার ফাঁক দিয়ে রাস্তার দিকে d. ঘরের ছাদের দিকে 15 / 1815) মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধুর নাম – a. নিখিল b. বিকাশ c. রতন d. সজল 16 / 1816) মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে’ – a. লেমেয়েগুলোর কথা b. ফুটপাথের লোকগুলোর কথা c. স্বামীর কথা d. সংসারে অভাবের কথা 17 / 1817) “আনমনে অর্ধ-ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়।” অর্ধ-ভাষণে মৃত্যুঞ্জয় কী বলে ? – a. কেউ কথা রাখল না b. সবাই ভালো থাকো c. দুনিয়াটা ছারখার হয়ে গেল d. না খেয়ে মরে গেল 18 / 1818) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” কারণ – a. যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন কারো-না-কারো পেটে যাবেই b. কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা মাত্র c. এই শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো d. এটি এক ধরনের স্বার্থপরতা Your score is 0%