/18 উচ্চমাধ্যমিকের “ভারতবর্ষ” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 18 “…….বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে” ফাঁপি ডাওর ঝড়-বৃষ্টি পউষে বাদলা 2 / 18 চাষাভুসো মানুষেরা কোন দোকানে আড্ডা দিতে দিতে প্রতিক্ষা করে ? চায়ের দোকান মিষ্টির দোকান কাপড়ের দোকান বইয়ের দোকান 3 / 18 মঙ্গলে বাদলা লাগলে কতদিন থাকবে বলে ‘ডাকপুরুষের’ বচন আছে ? সাত দিন দু-দিন পাঁচ দিন একদিন 4 / 18 “চোখ গেলে দেবো” – বলে মৃত্যুপথযাত্রী বুড়ি কী করল ? চৌকিদারকে থুত্থুরে বুড়িকে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করল নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকল 5 / 18 “চোখ গেলে দেবো” – বাক্যটিতে এরপর কোন কথা ছিল ? যা , যা , পালাঃ এখুনি পালা হঠ যাও পালা বলছি 6 / 18 “একসময় দাগি ডাকাত ছিল” – কে একসময় ‘দাগি ডাকাত’ ছিল ? করিম ফরাজি ফজুল সেখ নিবারণ বাগদি ফজুল সেখ 7 / 18 “ও বুড়ি , তুমি এলে কোত্থেকে ?” – জবাবে বুড়ির উক্তি কী ছিল ? সে কথায় তোমাদের কাজ কী বাছারা নরক থেকে তোমাদের জেনে লাভ তোরা জেনে কী করবি 8 / 18 বেচারা চৌকিদার কী রঙের উর্দি পরেছিল ? নীল লাল কালো সাদা 9 / 18 গাঁয়ের মোল্লাসাহেব বুড়ি মারা যাওয়ার সময় তাকে কী পড়তে শুনেছিল ? কলমা কোরানের বায়াৎ দেবতার নাম আল্লার নাম 10 / 18 “কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখল” – কী দেখল ? দেহে তাপ নেই নাড়ি ছেড়ে গেছে দেহ যেন বরফ প্রচণ্ড ঠাণ্ডা 11 / 18 বাজারে মুদিখানার দোকান ছিল একটি পাঁচটি চারটি দুটি 12 / 18 “সেই সময় এল এক বুড়ি।” চায়ের দোকানে আসা বুড়ির চেহারা ছিল রোগাপাতলা রুক্ষ হাড্ডাগাড্ডা রাক্ষুসি 13 / 18 হিন্দু-মুসলমান জনতার উদ্দেশে বুড়ির প্রাথমিক সম্বোধন কী ? – মিনষেরা মাথাখেকোরা চোখখেকোরা জ্যান্ত ভুতেরা 14 / 18 বাজারের উত্তর দিকে আছে ? বিশাল গাছ বিশাল পুকুর বিশাল নদী বিশাল মাঠ 15 / 18 বুড়ির মরা চ্যাংদোলায় বহনকালে মুসলমানরা কী পড়েছিল ? সংস্কৃত শ্লোক সংস্কৃত মন্ত্র আরবি মন্ত্র উর্দু মন্ত্র 16 / 18 বুড়ির হাতে কী ছিল ? বেঁটে লাঠি খাবার ব্যাগ শাল 17 / 18 চাষাভুসো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতিক্ষা করছিল – রোদ ঝলমলে একটা দিনের গরম চায়ের নীল উর্দিপরা চৌকিদারের শহরে যাওয়ার বাসের 18 / 18 থুত্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো – ছেঁড়া কাপড় দামি শাল চিটচিটে তুলোর কম্বল নোংরা চাদর Your score is 0%