Skip to content

একাদশ শ্রেণি । দর্শন “অদ্বৈত বেদান্ত”। MCQ Test

  • by

আগত একাদশ শ্রেণি পরীক্ষার দর্শন “অদ্বৈত বেদান্ত” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই টেস্টটি। এটি তোমাকে আরো ভালো করে অধ্য়ায়ন করতে সাহায্য করবে।


  • এটি সম্পূর্ণ করতে তুমি ১০ মিনিট সময় পাবে।
  • এটি Test টি তুমি একবারের বেশি দিতে পারবেন

You Have 10 minutes To Complete The Test / Quiz


একাদশ শ্রেণি দর্শন “অদ্বৈত বেদান্ত”

Fill The Details Before Start The Test.

1) “জীব ও ব্রহ্ম অভিন্ন” – এ কথা বলেছেন

2) কার মতে – “ব্রহ্ম সত্য , জগৎ মিথ্যা , জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়” ?

3) অদ্বৈত মতে , প্রমাণ হল কতপ্রকার ?

4) “ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা” – বলেছেন

5) প্রতীয়মান জগৎকে মিথ্যা বলেছেন

6) শংকরাচার্যের বেদান্তদর্শন কী নামে পরিচিত ?

7) জগৎকে ব্রহ্মের বিবর্ত বলেছেন

8) কার মতে – “জগৎ হল মায়ার সৃষ্টি” ?

9) অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা কে ?

10) আচার্য শংকরের মতে ব্রহ্মের কয়টি রূপ ?

11) বেদের কর্মকান্ডে কোন কোন অংশ আছে ?

12) “জীব ও ব্রহ্ম হল অভিন্ন” – এটি কার মতবাদ ?

13) “উপনিষদের তত্ত্বচিন্তা আমার জীবনে শান্তি দিয়েছে” – কার উক্তি ?

14) ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন

15) “ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন” – এ কথা বলেছেন

16) সত্তাত্রৈবিধ্যবাদের প্রবর্তক কে ?

17) ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা

18) শারীরকভাষ্য গ্রন্থটি কার রচনা ?

19) মান্ডুক্যকারিকা গ্রন্থটি কার রচনা ?

20) “জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়” – এটি কার মতবাদ ?

21) আবরণ ও বিক্ষেপ – এই দুটি কাজ হল

22) শংকরের মতে জগতের স্বরূপ কী ?

23) অদ্বৈত বেদান্ত মতে মায়া

24) ব্রহ্মসূত্র-এর শ্লোক সংখ্যা কয়টি ?

Your score is

0%

    You cannot copy content of this page