Skip to content

একাদশ শ্রেণি । দর্শন “বস্তুবাদ এবং ভাববাদ”। MCQ Test

  • by

আগত একাদশ শ্রেণি পরীক্ষার দর্শন “বস্তুবাদ এবং ভাববাদ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই টেস্টটি। এটি তোমাকে আরো ভালো করে অধ্য়ায়ন করতে সাহায্য করবে।


  • এটি সম্পূর্ণ করতে তুমি ১০ মিনিট সময় পাবে।
  • এটি Test টি তুমি একবারের বেশি দিতে পারবেন

/17

You Have 10 minutes To Complete The Test / Quiz


একাদশ শ্রেণি দর্শন “বস্তুবাদ এবং ভাববাদ”

Fill The Details Before Start The Test.

1) “সমস্ত জগতই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়” – এ কথা বলেছেন

2) “বাহ্যবস্তু আছে বলেই আমাদের জ্ঞান হয়।” – এটি কাদের মত ?

3) সরল বস্তুবাদ হল

4) জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন

5) “বস্তুর জ্ঞান হয় সরাসরি।” – এরূপ মতবাদটি বলে

6) “আমি চিন্তা করি , অতএব আমি আছি।” – এই উক্তিটি করেছেন

7) ‘অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর’ – এ কথা বলেছেন

8) মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন

9) বার্কলের মতে সত্তা হল

10) বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবক্তা হলেন

11) “বস্তুর জ্ঞান হল পরোক্ষ জ্ঞান।” – এটি কোন মতবাদে স্বীকৃত ?

12) বস্তুর প্রত্যক্ষ জ্ঞান স্বীকৃত হয়

13) প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন

14) “জ্ঞাতার সঙ্গে জ্ঞেয় বস্তুর সম্পর্ক হল আকস্মিক” – কারা বলেন ?

15) “বস্তু মানেই হল গুণবিশিষ্ট বস্তু।” – এটি কাদের অভিমত ?

16) ‘লৌহ যবনিকা’ তত্ত্ব বলতে বোঝায়

17) “বস্তুকে সরাসরি জানা যায় না।” – এ কথা বলেছেন

Your score is

The average score is 26%

0%

    You cannot copy content of this page