123456789101112131415161718192021222324 You Have 10 minutes To Complete The Test / Quizএকাদশ শ্রেণি দর্শন “জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ” Fill The Details Before Start The Test. 1) ‘সব বাঁদরের মুখপোড়া’ – এটি হল একটি a. সংশ্লেষক বচন b. পূর্বতঃসিদ্ধ বচন c. বিশ্লেষক বচন d. স্বজ্ঞামূলক বচন 2) “জ্ঞান হল ধারণার অনুষঙ্গ” – বলেছেন a. লক b. হিউম c. বার্কলে d. প্লেটো 3) ‘বাচনিক জ্ঞান যথার্থ জ্ঞানরূপে গণ্য।’ – এই কথাটি a. কোনোটিই নয় b. মিথ্যা c. অনির্দিষ্ট d. সত্য 4) কে বলেছেন , “হিউম আমাকে নির্বিচারবাদের মোহনিদ্রা থেকে জাগ্রত করেছেন ?” a. বার্কলে b. পেরি c. কান্ট d. লক 5) বিমূর্ত সামান্য ধারণা খন্ডন করেছেন a. প্লেটো b. দের্কাত c. লক d. কান্ট 6) “বচনের সত্যতা অন্যান্য বচনের সঙ্গে সামঞ্জস্যতার মাপকাঠিতে বিচার্য হওয়া উচিত।” – এ কথা বলেছেন a. স্পিনোজা b. কান্ট c. দের্কাত d. হিউম 7) ‘আমি একাদশ শ্রেণিতে পড়ি।’ – এটি কোন ধরনের বচন ? a. সংশ্লেষক b. প্রত্যক্ষলব্ধ c. অনুমানলব্ধ d. বিশ্লেষক 8) ‘আমার মা হলেন একজন মহিলা’ – এরূপ বচনটি হল a. সংশ্লেষক b. পরতঃসাধ্য c. আপতিক d. পূর্বতঃসিদ্ধ 9) “বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না” – এ কথা বলেছেন a. লক b. দের্কাত c. লাইবনিজ d. হিউম 10) “প্রত্যক্ষণ হল দু-প্রকার – ইন্দ্রিয়জ ও ধারণা” – কার মত ? a. হিউম b. ব্রাডলি c. বার্কলে d. লক 11) “আমাদের কোনো কোনো ধারণা সহজাত” – কার অভিমত ? a. দের্কাত b. লাইবনিজ c. হেগেল d. কান্ট 12) একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন a. বার্কলে b. লক c. প্লেটো d. হিউম 13) ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে ?’ – এটি হল a. পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক b. বিশ্লেষক c. পূর্বতঃসিদ্ধ d. সংশ্লেষক 14) ‘আমি জানি যে , সুমিতা পরীক্ষায় ভাল ফল করবে।’ – এটি হল a. মতবাদ b. বিশ্বাস c. জ্ঞান d. তত্ত্ব 15) ‘মানুষ হয় স্বার্থপর’ – এটি কোন ধরনের বচন ? a. বিশ্লেষক b. সংশ্লেষক c. এদের কোনোটিই নয় d. অনুমানলব্ধ 16) নীচের বচনগুলির মধ্যে যেটি কর্মকুশলতার অর্থে ব্যবহৃত , তা হল a. আমি পরীক্ষায় নকল করতে জানি b. এদের কোনোটিই নয় c. আমি ক-কে জানি d. আমি জানি যে , আমি অত্যন্ত বোকা 17) “বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ানুভবে ছিল না।” – উক্তিটি কার ? a. বার্কলের b. দের্কাতের c. কান্টের d. লকের 18) কে বলেন যে , “জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞাতা উভয়েরই সমান ভূমিকা আছে ?” a. কান্ট b. বার্কলে c. হিউম d. লক 19) কান্টের দার্শনিক মতবাদ কী নামে পরিচিত ? a. বিচারবাদ b. অভিজ্ঞতাবাদ c. বুদ্ধিবাদ d. সংশয়বাদ 20) দার্শনিকগণ জানার যে অর্থটির ওপর গুরুত্ব আরোপ করেননি , তা হল a. দক্ষতা অর্থ b. পরিচিতি অর্থ c. পরিচিতি ও দক্ষতা অর্থ d. বাচনিক অর্থ 21) “সহজাত ধারণার ধারণা অবান্তর” – এ কথা বলেছেন a. লক b. কান্ট c. বার্কলে d. হিউম 22) “অতীন্দ্রিয় সত্তার জ্ঞান যে সম্ভব নয়” – এ কথা বলেছেন a. দের্কাত b. লাইবনিজ c. স্পিনোজা d. কান্ট 23) একজন স্বজ্ঞাবাদী দার্শনিক হলেন a. পলসন b. বোসাফেঁ c. হ্যামিলটন d. বার্গসোঁ 24) ‘বিচারবাদ’ নির্দেশ করে জ্ঞানের a. স্বরূপকে b. সত্যতাকে c. যথার্থতাকে d. উৎসকে Your score is 0%