/18 123456789101112131415161718 একাদশ শ্রেণির “তেলেনাপোতা আবিষ্কার” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 181) মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত ? a. মাত্র পঁচিশ মাইল b. মাত্র দশ মাইল c. মাত্র কুড়ি মাইল d. মাত্র ত্রিশ মাইল 2 / 182) সাবালক মশা নবাগতদের সঙ্গে কীসের সম্বন্ধ স্থাপন করতে চাইবে ? a. অসুখ-সম্বন্ধ b. শোণিত-সম্বন্ধ c. সংগীত-সম্বন্ধ d. লোহিত-সম্বন্ধ 3 / 183) ডুবে যাওয়া ফাতনা ভেসে উঠলে ছিপ তুলে কী দেখা যাবে ? a. বড়শিতে গেঁথে আছে একটি পুরোনো চটি b. বড়শিতে গেঁথে আছে একটি শার্ট c. বড়শিতে টোপ আর নেই d. একটা বড়ো মাছ বড়শিতে গেঁথে গেছে 4 / 184) “সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন” – কোথা থেকে ? a. ঘন জঙ্গল থেকে b. পুকুরঘাট থেকে c. পোড়ো বাড়ি থেকে d. কাদাজলের নালা থেকে 5 / 185) ধুলোয় চটচটে শরীর নিয়ে কত সময় বাদে নামতে হবে ? a. ঘণ্টা দুয়েক b. ঘণ্টা দেড়েক c. ঘণ্টা তিনেক d. ঘণ্টা খানেক 6 / 186) যামিনীর মা কার আসার কথা ভাবছিল ? a. নিরঞ্জনের b. মনোরঞ্জনের c. সুরঞ্জনের d. দীপাঞ্জনের 7 / 187) তেলেনাপোতার সত্যিকারের অবস্থান কোথায় ? a. কবির গ্রামে b. প্রত্যেকের কাব্যমনে c. কবির ভাবনায় d. কবির মনে 8 / 188) ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটির রচয়িতা – a. দেবেন্দ্রনাথ ঠাকুর b. প্রেমেন্দ্র মিত্র c. স্বামী বিবেকানন্দ d. রবীন্দ্রনাথ ঠাকুর 9 / 189) “সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে।” – কী ? a. রহস্য b. পথ c. আলো d. অন্ধকার 10 / 1810) জলার মতো জায়গার ওপর দিয়ে কী চলে গিয়েছে ? a. ট্রাম b. রিকশা c. লরি d. বাস 11 / 1811) “এ কাহিনী তারা কোথায় শুনল” – কাহিনীটি কী ? a. যামিনীর জল ভরার কথা b. গল্পের নায়কের মৎস্যশিকার বৃত্তান্ত c. পানরসিক বন্ধুর ইতিবৃত্ত d. মাছরাঙার উপহাস বৃত্তান্ত 12 / 1812) “একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না।” কারণ a. উদ্দিষ্ট ব্যক্তি তাঁর কৃতকর্মের জন্য লজ্জিত b. উদ্দিষ্ট ব্যক্তি তাঁর চোখের জল আড়াল করতে চান c. উদ্দিষ্ট ব্যক্তি ওই পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন d. উদ্দিষ্ট ব্যক্তি বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত 13 / 1813) বড়ো রাস্তা থেকে নেমে কোথায় গিয়ে দাঁড়াতে হবে ? a. জলার কাছে b. রাস্তার পাশে c. সাঁকোর কাছে d. রাস্তার মাঝে 14 / 1814) “মশাদের গান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে।” – নিম্নরেখ শব্দের বদলে গল্পে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে ? a. ঘ্যানঘ্যান b. কলতান c. ঐকতান d. সামগান 15 / 1815) কলকাতায় ফিরে তেলেনাপোতার স্মৃতিকে কী বলে মনে হবে ? a. পূর্বজন্মে দেখা কোনো স্থান b. অবাস্তব কুয়াশার কল্পনামাত্র c. কলকাতার বাইরের এক জগৎ d. স্বপ্ন 16 / 1816) পুকুরটির পাশে কী আছে ? a. জীর্ণ প্রাসাদ b. জীর্ণ মন্দির c. জীর্ণ প্রাচীর d. জীর্ণ অট্টালিকা 17 / 1817) অভ্যাগতদের অভ্যর্থনা করা কটু গন্ধটা কীসের ? a. পানা পচার b. মরা ইঁদুরের c. পচা কাদার d. মরা পচা মাছের 18 / 1818) পরিবেশন করাকালীন কতবার যামিনীর চঞ্চলতা ও উদবিগ্ন অবস্থা দেখা যাবে ? a. দু-তিনবার b. দু-একবার c. দু-চারবার d. বার তিনেক Your score is 0%