/18 123456789101112131415161718 একাদশ শ্রেণির “তেলেনাপোতা আবিষ্কার” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 181) “অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি…………..পুকুর সামনেই চোখে পড়বে।” – শুন্যস্থানের শব্দটি হল a. নাতিবৃহৎ b. নাতিদীর্ঘ c. অতিবৃহৎ d. নাতিক্ষুদ্র 2 / 182) কৌতুহলী হয়ে কথক কী জিজ্ঞেস করবেন ? a. যামিনীর মায়ের পরিচয় b. যামিনীর পরিচয় c. নিরঞ্জনের বিষয় d. গ্রামের পরিচয় 3 / 183) “তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দু-পাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে।” – কীসের আলোয় এমন অবস্থা হবে ? a. শুক্লপক্ষের দ্বাদশীর জ্যোৎস্নায় b. শুক্লপক্ষের আবছা জ্যোৎস্নায় c. পূর্ণিমার মেঘাবৃত চাঁদের আলোয় d. কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদের আলোয় 4 / 184) “তারা হয়তো আপনার মতো ঠিক…………..নয়” – শুন্যস্থানের শব্দটি হল – a. মৎস্যলোভী b. মৎস্যশিকারি c. মৎস্যপ্রেমী d. মৎস্যলুব্ধ 5 / 185) ছই-এর ভিতর দিয়ে আকাশে কী দেখা যাবে ? a. সূর্য b. তারা c. চাঁদ d. মেঘ 6 / 186) তেলেনাপোতা আবিষ্কারের জন্য দুটি বন্ধুর কী হওয়া দরকার ? a. ভ্রমনবিলাসী ও ভোজনবিলাসী b. কবি c. পানরসিক ও কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী d. প্রকৃতিপ্রেমিক ও কষ্টসহিষ্ণু 7 / 187) তেলেনাপোতায় কী ফুরোয় না বলে মনে হয় ? a. দিন b. রাত c. সময় d. অবসর 8 / 188) তেলেনাপোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে ? a. সকালবেলায় b. সাতসকালে c. বিকেলবেলায় d. সন্ধেবেলায় 9 / 189) জীবনের সুদীর্ঘ নির্মম পথ কে পার হয়ে এসেছে ? a. মেয়েটি b. মেয়েটির মা c. গাড়োয়ান d. আপনার বন্ধু 10 / 1810) তেলেনাপোতায় ক-টি বাড়ি খুঁজলেও একটি পুরুষ মেলে না ? a. আটটি b. সাতটি c. দশটি d. ন-টি 11 / 1811) “আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে…………..হয়ে যাবেন।” – শুন্যস্থানের শব্দটি হল a. আচ্ছন্ন b. বেহুঁশ c. অচেতন d. অজ্ঞান 12 / 1812) “তাকে দেকে দে।” – ‘তাকে’ বলতে বোঝানো হয়েছে a. গল্পকথককে b. যামিনীকে c. নিরঞ্জনকে d. মণিকে 13 / 1813) ধ্বংসাবশেষের একটি বাসযোগ্য ঘরে থাকার ব্যবস্থা হলে গাড়োয়ান কী কী দিয়ে যাবে ? a. একটি ভাঙা লন্ঠন ও এক কলশি জল b. এক গ্লাস জল ও একটি শতরঞ্জি c. খাটবিছানা d. এক বালতি জল ও মোমবাতি 14 / 1814) গোরুর গাড়ি আবার দরজায় এসে দাঁড়াবে a. ভোরবেলায় b. বিকেলে c. দুপুরবেলায় d. সাতসকালে 15 / 1815) অন্ধ হয়ে যাওয়ার পর যামিনীর মায়ের কী বেড়ে গিয়েছে ? a. উৎসাহ b. কৌতুহল c. অধৈর্য d. আগ্রহ 16 / 1816) পরিবেশন করাকালীন কতবার যামিনীর চঞ্চলতা ও উদবিগ্ন অবস্থা দেখা যাবে ? a. দু-একবার b. দু-চারবার c. বার তিনেক d. দু-তিনবার 17 / 1817) তেলেনাপোতা আবিস্কারের জন্যে ক-জন বন্ধু ও সঙ্গী সঙ্গে থাকা উচিত ? a. চারজন b. অন্তত একজন c. দুজন d. জনা দশেক 18 / 1818) ধুলোয় চটচটে শরীর নিয়ে কত সময় বাদে নামতে হবে ? a. ঘণ্টা তিনেক b. ঘণ্টা দুয়েক c. ঘণ্টা খানেক d. ঘণ্টা দেড়েক Your score is 0%