/18 123456789101112131415161718 একাদশ শ্রেণির “গালিলিও” প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1 Fill The Details Before Start The Test. 1 / 181) হল্যান্ডের জনৈক ভদ্রলোকের তুলনায় ভালো এবং শক্তিশালী দূরবিন আবিষ্কার করলেন a. গ্যালিলিয়ো b. টলেমি c. এক বৈজ্ঞানিক d. ভেনিসের সরকার 2 / 182) গ্যালিলিয়োর সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিতমহলে আবদ্ধ রইল না , কারণ a. উনি লাতিনের বদলে ইটালিয়ান ভাষায় নিজের মতামত লিখেছিলেন b. উনি সাধারণ লোকেদের বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতেন c. উনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের মত প্রচার করতেন d. ওঁর বক্তৃতার সময় ছাত্র-শ্রমিক-কৃষক-বণিক নির্বিশেষে উপস্থিত থাকতে পারত 3 / 183) গ্যালিলিয়োর প্রিয় ছাত্র কসমো ছিল a. তাসকানির রাজার ছেলে b. অ্যাঞ্জেলোর ছেলে c. পিসার ডিউকের ছেলে d. পাড়ুয়ার ডিউকের ছেলে 4 / 184) তাসকানির বৃদ্ধ ডিউক মারা গেলেন a. ১৬০৮ খ্রিস্টাব্দে b. ১৬০৬ খ্রিস্টাব্দে c. ১৬০৯ খ্রিস্টাব্দে d. ১৬০৪ খ্রিস্টাব্দে 5 / 185) গ্যালিলিয়োর বাবা মারা যান a. ১৪৬৪ খ্রিস্টাব্দে b. ১৫৯২ খ্রিস্টাব্দে c. ১৫৫১ খ্রিস্টাব্দে d. ১৫৯১ খ্রিস্টাব্দে 6 / 186) প্রথমে গ্যালিলিয়োকে নজরবন্দি করে রাখা হয়েছিল – a. ডোমিনিকানদের দ্বারা b. বেনেডিকটিনদের দ্বারা c. আর্চ বিশপ-এর দ্বারা d. রোমান ক্যাথোলিকদের দ্বারা 7 / 187) গ্যালিলিয়োর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হল কেন ? a. গ্যালিলিয়ো পোপের বিরুদ্ধে কথা বলেছিলেন b. গ্যালিলিয়োর নতুন মতবাদ সনাতনপন্থীদের সংস্কার ও সহকর্মীদের যশোকাঙ্ক্ষাকে আহত করেছিল c. গ্যালিলিয়ো রাজনীতি করেছিলেন d. গ্যালিলিয়ো দেশদ্রোহিতা করেছিলেন / 8 / 188) গ্যালিলিয়ো বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে গিয়েছিলেন a. বারো বছর বয়সে b. পনেরো বছর বয়সে c. চোদ্দো বছর বয়সে d. তেরো বছর বয়সে 9 / 189) গ্যালিলিয়োর পারিবারিক নাম ছিল a. গ্যালোলো b. গ্যালিলাই c. গ্যালেলিয়ো d. গ্যালিলি 10 / 1810) পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিয়ো একটানা কাটিয়েছিলেন a. আঠারো বছর b. চোদ্দো বছর c. দশ বছর d. ছয় বছর 11 / 1811) গ্যালিলিয়ো শেষ নিশ্বাস ত্যাগ করেন a. ১৬৪২ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি b. ১৬৪১ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি c. ১৬৪০ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি d. ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি 12 / 1812) গ্যালিলিয়ো যা কিছু লিখেছেন , তা সবই অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন – এই বক্তব্যটি তাঁকে দিয়ে স্বীকার করানো হল a. ১৬১৬ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল b. ১৬১৬ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল c. ১৬১৬ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল d. ১৬১৬ খ্রিস্টাব্দের ১১ এপ্রিল 13 / 1813) গ্যালিলিয়োর পরিবারের এক বন্ধু ছিলেন a. গণিতশাস্ত্রে মহাপন্ডিত b. ধর্ম শাস্ত্রে মহাপন্ডিত c. সাহিত্যে মহাপন্ডিত d. দর্শনে মহাপন্ডিত 14 / 1814) ইনকুইজিশন গ্যালিলিয়োকে প্রেরণ করলেন a. কারাগারে b. রোমে c. ফ্লোরেন্সের দূতাবাসে d. তাসকানিতে 15 / 1815) গ্যালিলিয়ো প্রচুর অর্থাগমের চেষ্টা করতেন , কারণ a. তখন দরিদ্র শিক্ষকের কোনো সম্মান ছিল না b. তাঁর এক বড়ো ব্যবসা করার ইচ্ছে ছিল c. তাঁর প্রতি বিশাল একান্নবর্তী পরিবার দেখাশোনার দায়িত্ব ছিল d. তিনি বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখতেন 16 / 1816) গ্যালিলিয়োদের সংসারে অনটন বাড়ল a. চাকরি ছেড়ে দেওয়ায় b. মায়ের মৃত্যুর পর c. ভাই চলে যাওয়ার পর d. পিতার মৃত্যুর পর 17 / 1817) গ্যালিলিয়োর বাবার সামর্থ্য নেই ছেলেক পড়ান a. বাড়িতে গৃহশিক্ষক রেখে b. ডাক্তারি c. পদার্থবিদ্যা d. বিদেশে রেখে 18 / 1818) অ্যারিস্টটল ছিলেন একজন a. রোমান দার্শনিক b. ইতালীয় দার্শনিক c. পোর্তুগিজ দার্শনিক d. গ্রিক দার্শনিক Your score isThe average score is 57% 0%