/18 123456789101112131415161718 একাদশ শ্রেণির “গালিলিও” প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1 Fill The Details Before Start The Test. 1 / 181) কত বছর বাদেও গ্যালিলিয়োর প্রতি নানা লোকের ভক্তির অর্ঘ্য সত্যের জয় ঘোষণা করছে ? a. চারশো বছর বাদেও b. দুশো বছর বাদেও c. তিনশো বছর বাদেও d. একশো বছর বাদেও 2 / 182) গ্যালিলিয়োর নাম তখন দেশে দেশে a. ছড়িয়ে পড়ছে b. অভিনন্দিত হচ্ছে c. অবলুপ্ত হচ্ছে d. নিন্দিত হচ্ছে 3 / 183) নবীন বিজ্ঞানীকে প্রথমদিকে রোজগারের চেষ্টা করত a. বক্তৃতা দিয়ে b. চাকরি করে c. ছেলে পড়িয়ে d. ব্যাবসা করে 4 / 184) পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে এসেই গ্যালিলিয়োর শুরু হল a. প্রকৃত ব্যবসায়ী জীবন b. প্রকৃত চাকরি জীবন c. প্রকৃত বিজ্ঞানীর জীবন d. প্রকৃত পড়াশোনার জীবন 5 / 185) বিশ্বসমীক্ষার যন্ত্রে গ্যালিলিয়ো দেখলেন বৃহস্পতি গ্রহের a. তিনটি উপগ্রহ ঘুরছে b. একটি উপগ্রহ ঘুরছে c. চারটি উপগ্রহ ঘুরছে d. দুটি উপগ্রহ ঘুরছে 6 / 186) গ্যালিলিয়োর জন্মের কত বছর পড়ে আজ সব দেশে সভাসমিতিতে তাঁর কথা ও জীবনী আলোচিত হচ্ছে ? a. চারশো বছর b. দুশো বছর c. তিনশো বছর d. পাঁচশো বছর 7 / 187) গ্যালিলিয়োর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন a. কার্ডিনাল বেলারিমিন b. কোপার্নিকাস c. তাসকানির বৃদ্ধ ডিউক d. টলেমি 8 / 188) তেরো বছর বয়সে গ্যালিলিয়ো কোন মঠে কী নিয়ে পড়াশোনা শুরু করলেন ? a. ক্যাথিডাল চার্চে ধর্ম ও সাহিত্য নিয়ে b. রামকৃষ্ণ মিশনে ধর্ম ও অর্থনীতি নিয়ে c. বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে সাহিত্য , ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে d. রেডক্রসে চিকিৎসাশাস্ত্র ও বিজ্ঞান নিয়ে 9 / 189) গ্যালিলিয়োকে নজরবন্দি করে রাখা হয়েছিল a. ভেনিসে b. রোমে c. সিয়েনাতে d. পোল্যান্ডে 10 / 1810) অ্যারিস্টটল ছিলেন একজন a. পোর্তুগিজ দার্শনিক b. ইতালীয় দার্শনিক c. গ্রিক দার্শনিক d. রোমান দার্শনিক 11 / 1811) “অবশ্য হয়তো মনে মনে একটু ভয়ও ছিল -” – ‘ভয়’টি কী ? a. ‘ছেলে যদি পাগল হয়ে যায়’ b. ‘ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়’ c. ‘ছেলে যদি ডাক্তার না-হয়’ d. ‘ছেলে যদি সংগীত শিল্পী হয়’ 12 / 1812) গ্যালিলিয়ো জন্মগ্রহণ করেছিলেন a. পাড়ুয়াতে b. ফ্লোরেন্সে c. ভেনিসে d. পিসাতে 13 / 1813) “পোপ আদেশ দিলেন কার্ডিনাল বেলারিমিন যেন গ্যালিলিয়োকে ডেকে বুঝিয়ে বলেন ,” কারণ – a. বেলারিমিন নিজে বিজ্ঞান বিষয়ে দক্ষ ছিলেন b. বেলারিমিন গ্যালিলিয়োর হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলেন c. বেলারিমিনের এই ধরনের কাজে পূর্ব অভিজ্ঞতা ছিল d. বেলারিমিন পোপের অত্যন্ত অনুগত ছিলেন 14 / 1814) “তখন সেই পন্ডিতের কাছে পড়ছে।” – কে পড়েছিল ? a. গ্যালিলিয়ো b. মাইকেল অ্যাঞ্জেলো c. কোপার্নিকাস d. তাসকানির শাসকের পুত্র 15 / 1815) গ্যালিলিয়োকে কত বছর ধরে প্রতি সপ্তাহে অনুতাপসূচক প্রার্থনা করতে হবে বলে আদেশ দেওয়া হল ? a. পাঁচবছর b. চারবছর c. তিনবছর d. দু-বছর 16 / 1816) তাসকানির রাজসভায় গ্যালিলিয়োর জন্যে বাৎসরিক মাইনে নির্ধারিত হল a. ৫০০ স্কুডি b. ৬০ স্কুডি c. ১০০০ স্কুডি d. ১০০ স্কুডি 17 / 1817) অ্যারিস্টটলীয় যুগ হওয়ার সকল ছাত্রকে a. গণিত পড়তে হত b. দর্শন পড়তে হত c. ইতিহাস পড়তে হত d. ন্যায়শাস্ত্র পড়তে হত 18 / 1818) বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে গ্যালিলিয়ো অধ্যয়ন করেছিলেন – a. গণিতশাস্ত্র b. দর্শনশাস্ত্র c. ন্যায়শাস্ত্র d. সাহিত্য , ন্যায় ও ধর্মশাস্ত্র Your score isThe average score is 54% 0%