/18 একাদশ শ্রেণির “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1 Fill The Details Before Start The Test. 1 / 18 “দেবদূত এখন এখানে-সেখানে ঘুরে বেড়ায়……” – কারণ দেবদূত নিজেই খাঁচা খুলে ভেরিয়ে এসেছিল রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল দেবদূত এক জায়গায় থাকতে পছন্দ করত না পেলাইও-এলিসেন্দার সন্তান দেবদূতকে নিয়ে ঘুরে বেড়াত 2 / 18 পাদ্রে গোনসাগা কখন এসে হাজির হয়েছিল ? সকাল পাঁচটার আগে বিকেল পাঁচটার পরে দুপুরে সকাল সাতটার আগে 3 / 18 এক কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল গোলাপ ফুল জবা ফুল সূর্যমুখী ফুল জিনিয়া ফুল 4 / 18 শিশুটির জ্বর হওয়ার কারণ হিসেবে পেলাইও-এলিসেন্দা কী ভেবেছিল ? ঠাণ্ডা লাগা কাঁকড়া-পচা বদ গন্ধ রোগ-সংক্রমণ স্নান করানো 5 / 18 “তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল ,” – কখন ওরা দরাজদিল হয়ে উঠল ? বাচ্চার শরীর থেকে জ্বর ছেড়ে যাওয়ার পর বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পর আকাশ পরিস্কার হয়ে যাওয়ার পর বুড়ো মারা যাওয়ার পর 6 / 18 দেবদূত যখন ওড়বার চেষ্টা করছিল , এলিসেন্দা তখন রান্নাঘরে কী করছিল ? বাসন মাজছিল পেঁয়াজকলির গুচ্ছ কাটছিল বাচ্চাকে খাওয়াচ্ছিল ঝাঁট দিচ্ছিল 7 / 18 দেবদূতের আড়-ধরা পালকগুলি দেখতে ছিল কাকতাড়ুয়ার পালকের মতো বাজপাখির পালকের মতো টিয়াপাখির পালকের মতো মুরগির পালকের মতো 8 / 18 পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন পুলিশ কয়লাখনির শ্রমিক হট্টাকট্টা কাঠুরে দারোয়ান 9 / 18 ক-দিন ক-রাত্তির ঝমঝম করে বৃষ্টি পড়েছিল ? তিন দিন তিন রাত্রি দু-দিন দু-রাত্রি পাঁচ দিন পাঁচ রাত্রি কেবলমাত্র একদিন এক রাত্রি 10 / 18 অদ্ভুত খবরে হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন কে ? পাদ্রে গোনসাগা এলিসেন্দা পেলাইও পড়োশিনি 11 / 18 দর্শকদের মধ্যে সবচেয়ে সরল লোকটা বন্দির ভবিষ্যৎ নিয়ে কী ধরনের জল্পনা-কল্পনা করছিল ? বুড়োকে পুরস্কৃত করা উচিত বুড়োকে দেবদূতকে আখ্যা দেওয়া উচিত বুড়োকে ভেলায় ভাসিয়ে দেওয়া উচিত বুড়োকে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত 12 / 18 “সেই পরমজ্ঞানী পড়োশিনির প্রজ্ঞা অনুযায়ী তা-ই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিদিত।” – ‘খাদ্য’-টি কী ? মাংসের টুকরো ন্যাপথলিন বেগুন পোড়া মাছভাজা 13 / 18 “সে আবার জীবনমৃত্যুর সব গলিখুঁজিরই হদিশ রাখে ;” – কে ? গোনসাগা পড়োশিনি এলিসেন্দা পেলাইও 14 / 18 পাদ্রে গোনসাগার বিচক্ষণতা , দূরদর্শিতা কোথায় গিয়ে পড়ল ? বৃদ্ধটির ওপরে পেলাইওর ওপরে বন্ধ্যা সব হৃদয়ে এলিসেন্দার ওপরে 15 / 18 বাচ্চা এবং দেবদূত আক্রান্ত হয়েছিল জ্বরে গুটিবসন্ত রোগে ম্যালেরিয়া রোগে জলবসন্ত রোগে 16 / 18 বুড়োকে কতদিনের উপযোগী টাটকা জল আর খাবারদাবার দেওয়ার কথা ঠিক করা হয়েছিল ? একদিনের পাঁচদিনের তিনদিনের দু-দিনের 17 / 18 “এইভাবেই পাদ্রে গোনসাগা তাঁর অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন…….” কারণ দেবদূত পাদ্রে গোনসাগাকে অনিদ্রা রোগের দাওয়াই বলে গিয়েছিলেন দেবদূতকে দেখতে আসা কোনো চিকিৎসক পাদ্রে গোনসাগার অসুখ সারিয়ে দিয়েছিলেন শেষপর্যন্ত দেবদূত মারা গিয়ে গোনসাগার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়েছিলেন মাকড়সা-কন্যার আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে , পাদ্রে গোনসাগার দুশ্চিন্তা দূর হয়েছিল 18 / 18 ফরিশতার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কেন ? মুরগিরা তাকে ঠোকরাত পঙ্গুরা তার পালক ছিঁড়ে নিয়েছিল অন্যরা তাকে ঢিল ছুঁড়েছিল তার দেহের একটা পাশ তপ্ত লোহায় পুড়িয়ে দেওয়া হয়েছিল Your score is 0%