/18 একাদশ শ্রেণির “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1 Fill The Details Before Start The Test. 1 / 18 পাদ্রে গোনসাগা কাকে , কেন চিঠি লিখবেন বলে জানালেন ? পড়োশিনিকে , বুড়োকে পাহারা দেওয়ার জন্যে পেলাইওকে , দেবদূতকে রক্ষার জন্যে এলিসেন্দাকে , বুড়োকে মুক্তি দেওয়ার জন্যে বিশপকে , দেবদূতের বিষয়ে সন্দেহমুক্ত হওয়ার জন্য 2 / 18 ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে ? এলিসেন্দার আবদারে বাবা-মার কথার অবাধ্য হয়ে পাদ্রে গোনসাগার ইচ্ছাশক্তিতে দেবতার অভিশাপে 3 / 18 “চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে।” – কী ? বৃদ্ধের চুল বৃদ্ধের ডানা বৃদ্ধের হাত-পা বৃদ্ধের সমস্ত শরীর 4 / 18 মৃত কাঁকড়াগুলিকে পেলাইও ছুঁড়ে ফেলেছিল ডোবায় সমুদ্রে পুকুরে মাঠে 5 / 18 ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হয়েছিল মিলিটারিকে পড়োশিনিকে সঙিনসমেত সেনাবাহিনীকে পাদ্রে গোনসাগাকে 6 / 18 পড়োশিনির ধারণা অনুযায়ী বুড়োকে একেবারে পেড়ে ফেলেছিল সমুদ্রের ঢেউ অসুস্থতা কাদা মুশলবৃষ্টি 7 / 18 কোন ঘটনা পাদ্রে গোনসাগার সব নাজেহাল বিপত্তিতে একটা ইতি টেনে দিল ? একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী একজন নরওয়ের লোক , গায়ে ডানা লাগিয়ে নিয়েছিল বন্দি অর্থাৎ ফরিশতার নাভি আছে কি না এই প্রশ্ন রোম থেকে আসা বিশপের চিঠি 8 / 18 কোথা থেকে আসা চিঠিতে কোনো তাড়া দেখা গেল না ? রোম থেকে ইউরোপ থেকে চিন থেকে জাপান থেকে 9 / 18 পেলাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী ছিল কারণ তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছে হপ্তা শেষ হওয়ার আগেই তাদের সবগুলি ঘর টাকাকড়িতে ভরে গিয়েছে তাদের বাড়িতে বিশাল ডানাওয়ালা বুড়োটা আছে অসংখ্য মানুষ তাদের দেখতে আসছে 10 / 18 পড়োশিনি বুড়োকে দেখে বলেছিল , সে মানুষ দেবদূত পাগল নাবিক 11 / 18 কে , কখন দেবদূতকে প্রথম দেখেছিল ? পেলাইও সকালবেলায় দেখেছিল পেলাইও দুপুরবেলা দেখেছিল এলিসেন্দা দুপুরবেলায় দেখেছিল এক পড়শি বিকেলবেলা দেখেছিল 12 / 18 পোর্তুগিজ কিছুতেই ঘুমোতে পারে না , কারণ তার বাড়িতে অশান্তি লেগেই আছে তার শরীরে অসহ্য যন্ত্রণা হয় তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয় সে দিনেরবেলা ঘুমোয় 13 / 18 পেলাইও-এলিসেন্দার বাচ্চা মুরগির খাঁচার ভিতর খেলতে চলে যেত দেবদূতের মৃত্যুর পর হাঁটতে শেখার পর কথা বলতে শেখার পর দ্বিতীয় দাঁতটা বেরোবার আগেই 14 / 18 কোন খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল পেলাইওদের উঠোনে ? বন্দি দেবদূতের খবর ভ্রাম্যমাণ সার্কাসের খবর মাকড়সা কন্যার খবর দেবদূতের মারা যাওয়ার খবর 15 / 18 নিজের হুলুস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি কে ? দেবদূত এলিসেন্দা পাদ্রে গোনসাগা পড়োশিনি 16 / 18 বুড়োর গা থেকে বেরুচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ আর তার ডানাগুলির পেছন দিকে গজিয়েছে নানারকম ছত্রাক পরভৃৎ আগাছা শ্যাওলা 17 / 18 এক অন্ধ আতুর , দৃষ্টি ফিরে না-পেলেও তার কতকগুলি নতুন দাঁত গজিয়েছিল ? পাঁচটি দুটি চারটি তিনটি 18 / 18 “এ-বিষয়ে এ-তল্লাটের যাজনপল্লির এই পুরুতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল ,” – কোন বিষয়ে ? বৃদ্ধের নিশ্চুপ থাকার বিষয়ে বৃদ্ধের ডানার বিষয়ে বৃদ্ধের অসুস্থতার বিষয়ে বৃদ্ধ যে এক জোচ্চোর ফেরেববাজ , সেই বিষয়ে Your score is 0%