/18 একাদশ শ্রেণির “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1 Fill The Details Before Start The Test. 1 / 18 বেলাভূমির বালি কোন মাসের রাত্তিরে ঝকঝক করে গুঁড়ো আলোর মতো ? মার্চ মে ফেব্রুয়ারি জানুয়ারি 2 / 18 উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনিবাবদ কত চাওয়ার কথা ভাবা হয়েছিল ? ছয় সেন্ট পাঁচ সেন্ট চার সেন্ট আট সেন্ট 3 / 18 “পরের দিনই সবাই জেনে গেল” – কী জেনে গেল ? দেবদূত মারা গিয়েছে পেলাইওদের বাড়িতে জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে দেবদূত আসলে ভিনদেশি নাবিক দেবদূতের জ্বর হয়েছে 4 / 18 ভ্রাম্যমাণ সার্কাস দলের ভিড়ের মধ্যে কয়েকবার কয়েকবার ভোঁ ভোঁ করেছিল এক উড়ন্ত দড়বাজিকর এক জোকার এক কাকাতুয়া এক ছোট্ট শিশু খেলোয়াড় 5 / 18 ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির রচয়িতা হলেন ও হেনরি আইয়াপ্পা পানিকর গাবরিয়েল গার্সিয়া মার্কেজ পাবলো নেরুদা 6 / 18 “বৃষ্টি যখন ধরে এল ,” – বৃষ্টি কখন ধরে গিয়েছিল ? বিকালে সন্ধ্যাবেলাতে মাঝরাতে সকালে 7 / 18 মাকড়সা মেয়েটি কোথায় যাবে বলে বাড়িতে কিছু না-জানিয়ে বেরিয়েছিল ? সার্কাস দেখাবার জন্যে নাচের আসরে যাবে বলে ঘোড়া ছুট দেখবে বলে বন্ধুর বাড়িতে যাবে বলে 8 / 18 পড়োশিনির ধারণা অনুযায়ী বুড়োকে একেবারে পেড়ে ফেলেছিল কাদা সমুদ্রের ঢেউ মুশলবৃষ্টি অসুস্থতা 9 / 18 পেলাইও-এলিসেন্দা নবজাত শিশুটির কী হয়েছিল ? কাশি পেটে যন্ত্রণা জ্বর সর্দি 10 / 18 দেবদূতকে শেষ বাড়িগুলির উপর দিয়ে উড়ে যেতে কে দেখেছিল ? এলিসেন্দা বাচ্চাটি পেলাইও পাদ্রে গোনসাগা 11 / 18 অদ্ভুত খবরে হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন কে ? এলিসেন্দা পাদ্রে গোনসাগা পড়োশিনি পেলাইও 12 / 18 কে , কখন দেবদূতকে প্রথম দেখেছিল ? পেলাইও দুপুরবেলা দেখেছিল পেলাইও সকালবেলায় দেখেছিল এলিসেন্দা দুপুরবেলায় দেখেছিল এক পড়শি বিকেলবেলা দেখেছিল 13 / 18 বৃদ্ধ দেবদূতটি কোথায় ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছিল ? বেলাভূমির মধ্যে ঘরের মধ্যে উঠোনের পেছন কোনটায় উঠোনের সামনের দিকে 14 / 18 পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছাল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক , কারণ বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল বুড়োর গলায় তখনও একটি ‘লাইফ-জ্যাকেট’ ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয় তার পরনে ছিল নাবিকের পোশাক 15 / 18 “সেই পরমজ্ঞানী পড়োশিনির প্রজ্ঞা অনুযায়ী তা-ই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিদিত।” – ‘খাদ্য’-টি কী ? ন্যাপথলিন মাছভাজা মাংসের টুকরো বেগুন পোড়া 16 / 18 দেবদূতের আড়-ধরা পালকগুলি দেখতে ছিল বাজপাখির পালকের মতো টিয়াপাখির পালকের মতো মুরগির পালকের মতো কাকতাড়ুয়ার পালকের মতো 17 / 18 পাদ্রে গোনসাগা কখন বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন ? যখন বুড়ো রিনরিনে গলায় কথা বলল যখন তিনি শুনলেন যে , পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করছে যখন তিনি বুঝলেন যে , বুড়ো ঈশ্বরের ভাষা বোঝে না যখন তিনি দেখলেন যে , বুড়ো দুর্গন্ধ পোশাক পড়ে আছে 18 / 18 পেলাইওরা আবিষ্কার করল রোজ রাত্তিরে দেবদূতের ঘুমিয়ে থাকে শান্ত হয়ে ডানা ঝটপট করে জ্বর আসে চোখ জ্বলতে দেখা যায় Your score is 0%