Skip to content

একাদশ শ্রেণির কবিতা “বাড়ির কাছে আরশিনগর” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন । প্রথম পর্ব

  • by
/18

“বাড়ির কাছে আরশিনগর” কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Fill The Details Before Start The Test.

1 / 18

1) ‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতায় প্রকৃতপক্ষে মূর্ত হয়

2 / 18

2) “বলব কি সেই পড়শির কথা” – ‘পড়শির কথা’ বলতে গিয়ে কবি জানাচ্ছেন

3 / 18

3) পড়শির প্রসঙ্গে কোন কোন ইন্দ্রিয় বা শরীরী নাম-পরিচয় পাওয়া যায় ?

4 / 18

4) লালন পড়শির দর্শন চান কেন ?

5 / 18

5) লালনের ‘যম-যাতনা’ – কীভাবে দূর হয়ে যেত ?

6 / 18

6) “গ্রাম বেড়িয়ে অগাধ পানি ,” – গ্রামটির নাম

7 / 18

7) পড়শিকে দেখতে কেমন ?

8 / 18

8) ‘আরশি’ শব্দের অর্থ কী ?

9 / 18

9) “আমি কেমনে সে গাঁয় যাই রে” – কোন গাঁয় ?

10 / 18

10) “ও সে ক্ষণেক থাকে শুন্যের উপর / আবার ক্ষণেক ভাসে নীরে।” – ‘সে’ কে ?

11 / 18

11) “আবার সে আর লালন” – কীভাবে থাকে ?

12 / 18

12) “ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নাই রে।” – কার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নেই ?

13 / 18

13) লালন যে আখ্যায় ভূষিত

14 / 18

14) “আমার বাড়ির কাছে” – কী রয়েছে ?

15 / 18

15) ‘পড়শি’ বাস করেন

16 / 18

16) ‘বাউল’ শব্দ এসেছে যা থেকে

17 / 18

17) লালন পড়শিকে দেখতে পাননি কেন ?

18 / 18

18) “আমি বাঞ্ছা করি………..” – বক্তার বাঞ্ছিত বিষয়টি কী ?

Your score is

0%

You cannot copy content of this page