1234567891011121314151617181920 You Have 8 minutes To Complete The Test / Quiz মাধ্যমিক “জীবন বিজ্ঞান” Model Question Set 1 Fill The Details Before Start The Test. 1) বনচাঁড়ালের পাতার পত্রফলক সঞ্চালনের কারণ হল a. রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন b. স্নায়ু উদ্দীপনা c. কোনোটিই নয় d. স্পর্শ উদ্দীপনা 2) একটি আদর্শ ফুলের কোনো একটি অংশের কাজ সম্পর্কিত বিষয়ে সঠিক তথ্যটি শনাক্ত করো a. পুংস্তবক – পরাগযোগে সাহায্য করে b. স্ত্রীস্তবক – পরাগরেণু গ্রহণ করে c. বৃতি – সর্বাপেক্ষা ভিতরের অংশ d. দলমন্ডল – ডিম্বাশয় ধারণ করে 3) মাইটোসিস কোশবিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজম গঠিত হয় ? a. অ্যানাফেজ b. মেটাফেজ c. প্রোফেজ d. টেলোফেজ 4) YYRr থেকে উৎপন্ন গ্যামেট সংখ্যা হবে a. দুটি b. একটি c. তিনটি d. চারটি 5) পিতা মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা a. 100% b. 75% c. 25% d. 50% 6) নিম্নের কোন কাজটির সঙ্গে সাইটোকাইনিন যুক্ত নয় ? a. পত্রমোচন বিলম্বিতকরণ b. কোশবিভাজন ঘটানো c. বীজের সুপ্তাবস্থা ভঙ্গকরণ d. জরা ও বার্ধক্য বিলম্বিতকরণ 7) একজন চিকিৎসক কোনো রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে বললেন। নিম্নের কোন কারণটি তুমি সঠিক বলে মনে করো ? a. রোগীর দেহে গলগন্ড রয়েছে b. রোগী ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত c. রোগীর রক্তে উচ্চমাত্রায় শর্করার উপস্থিতি d. রোগীর উচ্চ রক্তচাপ রয়েছে 8) নিম্নের কোন জোড়টি DNA-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ? a. সাইটোসিন – ইউরাসিল b. থাইমিন – সাইটোসিন c. অ্যাডিনিন – গুয়ানিন d. শর্করা – ডি. অক্সিরাইবোজ 9) নিম্নের কোন জোড়টি সঠিক ? a. হাইড্রা – খন্ডীভবন b. স্পাইরোগাইরা – কোরকোদগম c. প্লাসমোডিয়াম – দ্বিবিভাজন d. প্ল্যানেরিয়া – পুনরুৎপাদন 10) কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয় ? a. অসম্পূর্ণ প্রকটতা b. সহপ্রকটতা c. প্রচ্ছন্নতা d. লিংকেজ 11) জিনোফার হল a. প্রোক্যারিয়োটিক কোশে অবস্থিত DNA b. প্রোক্যারিয়োটিক কোশে অবস্থিত RNA c. প্রোক্যারিয়োটিক কোশে অবস্থিত DNA ও প্রোটিন d. প্রোক্যারিয়োটিক কোশে অবস্থিত DNA ও RNA 12) মেন্ডেলের বংশগতি সংক্রান্ত মটরগাছের পরীক্ষায় সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বর্ণের ওপর ভিত্তি করে কত জোড়া বৈশিষ্ট্য ছিল ? a. 3 জোড়া b. 4 জোড়া c. 1 জোড়া d. 2 জোড়া 13) নীচের বিবৃতিগুলির মধ্যে ভুলটিকে চিহ্নিত করো a. হিমোফিলিয়া একপ্রকার লিং সংযোজিত রোগ b. থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে হিমোসিডেরোসিস ঘটতে দেখা যায় c. বর্ণান্ধতা ক্রিস-ক্রস উত্তরাধিকার ঘটতে দেখায় না d. থ্যালাসেমিয়া অটোজোমবাহিত বংশগত রোগ 14) একটি আগাছানাশকের উদাহরণ হল a. DDT b. 2 , 4-D c. ইউরিয়া d. বেঞ্জিন হেক্সাক্লোরাইড 15) প্রদত্ত কোন কোশীয় অঙ্গাণু DNA বিহীন হয় ? a. নিউক্লিয়াস b. ক্লোরোপ্লাস্ট c. রাইবোজোম d. মাইটোকনড্রিয়া 16) প্রদত্ত যে তথ্যটি প্যারামেসিয়াম-এর গমন সংক্রান্ত নয় , তা হল a. গমন সিলিয়ার সুশৃঙ্খল সঞ্চালনের মাধ্যমে ঘটে b. কেবলমাত্র তরল মাধ্যমেই গমন সম্পন্ন হয় c. সিলিয়া ছাড়াও গমনে ফ্ল্যাজেলা সাহায্য করে থাকে d. গমনের সময় প্যারামেসিয়াম সকল সিলিয়াকে একসঙ্গে সঞ্চালিত করে না 17) সঠিক জোড়টি নির্বাচন করো a. পক্ষীপরাগী ফুল – পদ্ম b. বায়ুপরাগী ফুল – পলাশ c. পতঙ্গপরাগী ফুল – শিমুল d. জলপরাগী ফুল – পাতাশ্যাওলা 18) কোন প্রকার ক্রোমোজোমে হোলানড্রিক জিন অবস্থান করে ? a. অটোজোম b. X c. XX d. Y 19) ক্যালোরিজেনিক হরমোনের উদাহরণ হল a. ইনসুলিন b. GTH c. থাইরক্সিন d. STH 20) নীচের কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয় ? a. লেন্স b. ভিট্রিয়াস হিউমর c. তারাতন্ত্র d. অ্যাকুয়াস হিউমর Your score is 0%