/17 দশম শ্রেণির “বাংলা ভাষার বিজ্ঞান” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 17 Sensitized Paper-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন স্পর্শকাতর কাগজ সুগ্রাহী কাগজ সুবেদী কাগজ ব্যথাপ্রবণ কাগজ 2 / 17 পরিভাষার উদ্দেশ্য ভাষার অর্থ সুনির্দিষ্ট করা কোনোটিই নয় ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা ভাষার সংক্ষেপ 3 / 17 ‘Connotation’ শব্দের অর্থ বিপরীত অর্থ অর্থব্যাপ্তি অর্থসংকোচ অর্থরূপান্তর 4 / 17 স্থানবিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদন্ডী বদলে লেখা যায় মেরুদন্ডহীন মেরুদন্ড ভাঙা নরম মেরুদন্ড শিরদাঁড়াহীন 5 / 17 “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ? অরণ্যে রোদন হাতের পাঁচ অল্পবিদ্যা ভয়ংকরী হ-য-ব-র-ল 6 / 17 বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে কোন কোন অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে ? অতিশয়োক্তি উপমা ও রূপক ব্যজস্তুতি উৎপ্রেক্ষা 7 / 17 পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় যা দেওয়া আবশ্যক তা হল ব্যাখ্যা অর্থ উৎস মূল শব্দ 8 / 17 অল্পবিদ্যা যে ভয়ংকরী তার প্রমাণ একটি পত্রিকায় কীভাবে লেখক পেয়েছেন ? আলোর গতিবেগ খুব কম হাওয়ার ওজন আছে ওজোন গ্যাস স্বাস্থ্যকর শব্দ আলোর আগে পৌঁছায় 9 / 17 কোন দেশের তুলনায় এদেশের জনসাধারণের জ্ঞান নগণ্য ? আরব ইরাক পাশ্চাত্য পাকিস্তান 10 / 17 বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত দুর্বোধ্য হওয়া উচিত সরল ও স্পষ্ট হওয়া উচিত কঠিন হওয়া উচিত জটিল হওয়া উচিত 11 / 17 শব্দের ‘ত্রিবিধ’ অর্থের প্রথমটি আভিধানিক অর্থ প্রকাশ করে শুধু বর্ণনা দেয় লক্ষণা অর্থ প্রকাশ করে ব্যঞ্জনা প্রকাশ করে 12 / 17 ‘অরণ্যে রোদন’ ব্যঞ্জনাটির অর্থ খুব কষ্ট খুব ক্ষোভ খুব রাগ নিস্ফল খেদ 13 / 17 “হিমালয় যেন পৃথিবীর মানদন্ড” – কথাটি বলেছিলেন ধোয়ী ভবভূতি অশ্বঘোষ কালিদাস 14 / 17 ইংরেজিতে ভেবে তাকে হুবহু বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে লেখা হয় উৎকট নিম্নমান ভালো অর্থযুক্ত 15 / 17 “When sulpher burns in air the nitrogen does not take part in the reaction” – এর সংগত বাংলা অর্থ বলেছেন লেখক নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না গন্ধক হাওয়ায় পুড়ে যায় 16 / 17 ‘অরণ্য’ শব্দটির আভিধানিক অর্থ পাহাড় গাছ বন নদী 17 / 17 কোন দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না ? দেশবাসীর ইংরেজি নির্ভরতা বাংলায় ইংরেজির প্রভাব ইংরেজির আক্ষরিক অনুবাদ ইংরেজি ও বাংলার সমান্তরাল প্রয়োগের দোষ Your score is 0%