Start Your MCQ Test দশম শ্রেণির “অসুখী একজন” কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 16‘অসুখী একজন’ কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর , তাঁর কবি হলেন পাবলো পিকাসো গিউসেপ্নে উনগারেত্তি পেনত্তি সারিকোস্কি পাবলো নেরুদা 2 / 16“বৃষ্টিতে ধুয়ে দিল।” – বৃষ্টিতে যা ধুয়ে দিল পায়ের দাগ চকের দাগ চাকার দাগ রক্তের দাগ 3 / 16“একটা কুকুর চলে গেল , হেঁটে গেল” শান্ত হলুদ দেবতারা গির্জার এক নান গল্পের কথক একজন অসুখী মেয়ে 4 / 16কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ১৯৭১ খ্রিস্টাব্দে ১৯৭০ খ্রিস্টাব্দে ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯৪১ খ্রিস্টাব্দে 5 / 16নীচের যে কাব্যগ্রন্থটি পাবলো নেরুদার রচিত Extravaganza Ozymandias The Masque of Anarchy Extravagaria 6 / 16“ঘাস জন্মালো রাস্তায়” – কারণ সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি রাস্তার ওপর মাঠ তৈরি হয়েছিল রাস্তাটি যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছিল রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল 7 / 16“বছরগুলো / নেমে এল তার মাথার ওপর।” – বছরগুলোর ‘নেমে আসা’-কে কবিতায় তুলনা করা হয়েছে শান্ত হলুদ দেবতাদের হাজার বছরের ধ্যানের সঙ্গে পরপর নেমে-আসা বৃষ্টিফোঁটার সঙ্গে রাস্তায় ঘাস জন্মানোর সঙ্গে পরপর নেমে-আসা পাথরের সঙ্গে 8 / 16কবি পাবলো নেরুদার জীবনকাল ১৯০৪-১৯৭৩ খ্রিস্টাব্দ ১৯০০-১৯৭৬ খ্রিস্টাব্দ ১৯০৫-১৯৭৮ খ্রিস্টাব্দ ১৯০৭-১৯৮৭ খ্রিস্টাব্দ 9 / 16পাবলো নেরুদার আসল নাম নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা বাসোয়ালতো নেফতালি রেয়েস বাসোয়ালতো নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা 10 / 16‘সে জানত না’ যে কবিতার কথক তাকে ফিরে এসে সঙ্গে নিয়ে যাবে কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না সমতলে আগুন ধরে যাবে যুদ্ধ আসবে রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো 11 / 16‘অসুখী একজন’ শীর্ষক অনুবাদ কবিতাটি নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না রাতের সার্কাস মুখে মেঘের রুমাল বাঁধা 12 / 16‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটি হল The Unhappy Man The Unhappy One The Unhappy The Unhappy Woman 13 / 16“বছরগুলো নেমে এল তার -” মাথার ওপর জীবনের ওপর ঘরের দরজায় চলার পথে 14 / 16‘অসুখী একজন’ কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত , সেটি হল On the Blue Shore of Silence : Poems of the Sea Extravagaria Intimacies : Poems of Love The Captain’s Verses 15 / 16“আমি তাকে ছেড়ে দিলাম” – কথক ছেড়ে দিয়েছেন একজন মেয়েকে তাঁর মাকে তাঁর ঘোড়াটিকে তাঁর বাড়িকে 16 / 16“সে জানত না” – ‘অসুখী একজন’ কবিতায় ‘সে’ বলতে বোঝানো হয়েছে একজন সাধারণ নারীকে বাড়ির ভৃত্যকে গির্জার এক নানকে একটা কুকুরকে Your score is 0%