Skip to content

Class 11 – 1st Sem – Bengali MCQ Mock Test Series 2

  • by

You Have 40 minutes To Complete The Test / Quiz


Class 11 – 1st Sem – Bengali MCQ Mock Test Series 2

Its Mandatory To Fill For Get Certificate After Complete Exam.

1) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিতে যে গ্রন্থের চিরকুট পাওয়া যায় তা হল………………।

2) ৩৯। সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন।

(i) চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন।     (ii) চর্যাপদে কবির সংখ্যা চব্বিশ জন।

(iii) চর্যার দর্শনে জৈন দর্শনের প্রভাব আছে।                         (iv) মল্লার, বরাড়ী ইত্যাদি চর্যার রাগ রাগিনী।

বিকল্পসমূহ:

3) দ্রাবিড় ভাষাবংশের প্রধানতম শাখা এসে উপস্থিত হয়েছিল-

4) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

বালতিক……………… ভাষাগুচ্ছের অন্তর্গত।

5) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

কামরূপী বা রাজবংশী উপভাষা যে অঞ্চলে প্রচলিত –

(i) নদীয়া   (ii) চট্টগ্রাম  (iii) রাজশাহী (iv) জলপাইগুড়ি।

বিকল্পসমূহ:

6) সিন্ধু সভ্যতা আসলে

7) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

         ক-স্তম্ভ খ-স্তম্ভ
    (i) গাহাসত্তসই (a) ধর্মদাস
   (ii) সেতুবন্ধ (b) হাল
  (iii) গউরবহো (c) প্রবরসেন
  (iv) বিদগ্ধ মুখমণ্ডল (d) বাকপতি রাজ্য

বিকল্পসমূহ:

8) বাংলা ভাষার জন্ম হয় কবে ?

9) ইন্দো-ইউরোপীয় শাখাটি কটি শাখায় বিভক্ত ?

10) “ওরে নবমী নিশি না হইওরে অবসান” গানটি যে পর্যায়ের –

11) আনুমানিক ১৩৯৯ খ্রিস্টাব্দে নদিয়া জেলার অন্তর্গত কোন্ গ্রামে কৃত্তিবাস জন্মগ্রহণ করেন ?

12) চৈতন্যদেব প্রচার করেছিলেন –

13) একটি চলিম্বু ভাষার প্রধান অবলম্বন তার –

14) সাঁওতালি ভাষার লিপির নাম

15) উইলিয়াম জোন্‌স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়‍্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখেন ?

16) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন……………।

17) বিবৃতিটির সঠিক কারণ খুঁজে নাও:

 বিবৃতি: ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে।

কারণ:

18) বিবৃতিটির সঠিক কারণ খুঁজে নাও:

বিবৃতি: ‘মিথ্যা শুনিনি ভাই’- কবির এমন মনে হয়েছে।

কারণ:

19) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

সে যে…………………… ছাড়া আর কিছুই খায় না।

20) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে কী শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন ?

21) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

আমি চুরিই করি, আর যাই করি, আমি তোমার…………মূলীভূত কারণ।

22)  স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

 

ক-স্তম্ভ খ-স্তম্ভ
        (i) সহায়হরি (a) ব্যক্তিত্বময়ী
       (ii) অন্নপূর্ণা (b) রক্ষণশীল
      (iii) ক্ষেন্তি (c) উদাসীন
      (iv) কালীময় ঠাকুর (d) ভোজনরসিক

বিকল্পসমূহ:

23) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

পুঁই পাতা জড়ানো দ্রব্যটি মেলিয়া ধরিয়া বলিল…………।

 

24) কোথায় আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস ?

25) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও:

(i) বিদ্যাসাগরের প্রজ্ঞা, তাঁর হৃদয় ঐশ্বর্যের দ্যুতি হেমাদ্রির স্বর্ণকান্তির ন্যায় অম্লান।

(ii) বিদ্যাসাগর মহাশয় দরিদ্র ছিলেন বলে তাঁকে দীনের বন্ধু বলা হত।

(iii) বিদ্যাসাগরের আতরের গন্ধের সঙ্গে চন্দনের সুবাসের তুলনা করা হয়েছে।

(iv) বনস্পতির ছায়ায় যেমন আশ্রয় পায় পথের পথিক, প্রাণীকুল, তেমনি বিদ্যাসাগর দানজনের আশ্রয়স্থল।

বিকল্পসমূহ:

26) ‘আমরা কিছু পাইব না কেন ?’ – বিড়াল এখানে কী না পাওয়ার কথা বলেছে ?

27) অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল –

28) শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

যদি……………………চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় ?

29) ‘যোগায় অমৃত ফল’ – কে জোগায় ?

30) বিবৃতিটির সঠিক ব্যাখ্যা বেছে নাও:

    বিবৃতি: আফিঙ্গের অসীম মহিমা বুঝতে পারা যাবে।

ব্যাখ্যা:

31) মার্জ্জার মনে মনে হেসে, কমলাকান্তের দিকে তাকিয়ে ভাবছিল যে-

32) তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো:

ক্ষেন্তির চেহারা হল-

(i) খুব লম্বা  (ii) গোলগোল   (iii) মুখটি ছোট্ট    (iv) চোখগুলি ডাগর

বিকল্পসমূহ:

33) ক্ষেন্তির জন্য শীতের জামা সহায়হরি কত টাকা দিয়ে কিনেছিল ?

34) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল –

35) ফাঁসুড়েকে সে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তা হল-

36) বুড়োর পরনে ছিল –

37) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে –

38) ‘বিমলা’ – শব্দের অর্থ হল –

39) ‘বিড়াল’ প্রবন্ধটির বক্তা কে ?

40) ‘পুঁইমাচা’ গল্পের শুরু হয় কোন্ ঋতুতে ?

Your score is

You cannot copy content of this page