Skip to content

একাদশ শ্রেণির কবিতা “বাড়ির কাছে আরশিনগর” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন । প্রথম পর্ব

  • by
/18

“বাড়ির কাছে আরশিনগর” কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Fill The Details Before Start The Test.

1 / 18

1) “ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নাই রে।” – কার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নেই ?

2 / 18

2) ‘বাউল’ শব্দ এসেছে যা থেকে

3 / 18

3) “আবার ক্ষণেক………..” – পঙক্তিটি সম্পূর্ণ করো।

4 / 18

4) “পড়শি যদি আমায় ছুঁত” – পড়শি ছুঁলে কী হবে ?

5 / 18

5) ‘পড়শি’ বাস করেন

6 / 18

6) লালনের গানগুলিকে কী বলে ?

7 / 18

7) “বাড়ির কাছে আরশিনগর” – এই আরশিনগর আসলে

8 / 18

8) নিম্নোক্ত যে কবি বাউল গানের দ্বারা প্রভাবিত হননি

9 / 18

9) লালনের ‘যম-যাতনা’ – কীভাবে দূর হয়ে যেত ?

10 / 18

10) ‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতায় প্রকৃতপক্ষে মূর্ত হয়

11 / 18

11) পড়শির প্রসঙ্গে কোন কোন ইন্দ্রিয় বা শরীরী নাম-পরিচয় পাওয়া যায় ?

12 / 18

12) “আমি কেমনে সে গাঁয় যাই রে” – কোন গাঁয় ?

13 / 18

13) পড়শির দেহের কোন কোন অংশ না থাক্র কথা বলেছেন লালন ?

14 / 18

14) পড়শিকে দেখা যায় না কেন ?

15 / 18

15) “আমি বাঞ্ছা করি দেখব তারি” – আমি কে ?

16 / 18

16) ‘পড়শি’ কথাটি এসেছে কোন শব্দ থেকে ?

17 / 18

17) “তবু লক্ষ যোজন ফাঁক” – এর তাৎপর্য হল

18 / 18

18) লালনের জীবন অবলম্বনে লিখিত ‘মনের মানুষ’ গ্রন্থের লেখক

Your score is

0%

You cannot copy content of this page