Skip to content

“ভাত” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন

  • by
/18

উচ্চমাধ্যমিকের “ভাত” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Fill Your Name & e-Mail Before Start The Test.

1 / 18

1) “ভাত খেলে সে মানুষ হবে।” – একথা কার সম্পর্কে বলা হয়েছে ?

2 / 18

2) কী উচ্ছবকে বড়ো উতলা করে ?

3 / 18

3) “……… দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে ?”

4 / 18

4) বড়ো বাড়ির সংসার চলে কার নিয়মে ?

5 / 18

5) “এ গল্প গ্রামে সবাই শুনেছে” – গল্পটা হল

6 / 18

6) ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কী করবে ?

7 / 18

7) বড়ো বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয় ?

8 / 18

8) “হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়,” – কে ?

9 / 18

9) “ মানুষের সঙ্গে বিয়ে দিও না।” – একথা বলেছিল –

10 / 18

10) মুখবন্ধ কৌটোর মধ্যে উৎসবের কী রাখা ছিল ?

11 / 18

11) “ এক মুষ্টি চাইল দে।” – উক্তিটি কে , কাকে করেছে ?

12 / 18

12) “ডাক্তারকে কল দিন।” – একথা কে বলেছিল ?

13 / 18

13) “মোটা চালের ভাতের বড়ো ডেকচি নিয়ে সে বলে , দূরে ফেলে দে আসি।” উৎসব ভাতের বড়ো ডেকচি নিয়ে দৌড় মারে , কারণ

14 / 18

14) “তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল।” – এখানে যার কথা বলা হয়েছে , সে হল

15 / 18

15) “অমন বড়োলোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি।” কারন –

16 / 18

16) “অন্ন লক্ষ্মী” – একথা বলত –

17 / 18

17) “বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি।” বড়ো বউয়ের কি ভালো লাগেনি ?

18 / 18

18) “বুড়ো কর্তা সংসার নিয়ে নাতা-ঝামটা হচ্ছিল।” কারণ-

Your score is

0%

You cannot copy content of this page